মাহফুজ শাকিলঃ কুলাউড়া ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান চৌধুরী পাপন এমপির সাথে গতকাল ২২ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিম। কুলাউড়ার খেলোয়াড় বৃন্দের সাথে নিয়ে তিনি বিসিবির সভাপতি নাজমুল হাসানকে কুলাউড়ায় একটি খেলার ভেন্যু করার জন্য অনুরোধ করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম নাদেল। সৌভাগ্য যে বিসিবির সভাপতি রফি আহমেদ তানিমের সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন এবং কুলাউড়া উপজেলায় একটি খেলার ভেন্যু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সময়ের অপেক্ষা কবে সেই প্রস্তাব কাযর্কর হবে।