স্টাফ রিপোর্টারঃ প্রবাস গমন উপলক্ষে রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম আর তাহরীমকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি শুক্রবার রাতে সংবর্ধণা অনুষ্ঠানে ক্লাব সভাপতি লোকমান আহমদ রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী আব্দুস সালাম, ক্লাবের সাবেক সভাপতি এম. মঈনুল ইসলাম মছলু, ব্যাবসায়ী সহিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রুবেল, সদস্য আব্দুর নুর, সোনালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিসানুজ্জামান লিটন প্রমুখ। উল্লেখ্য, তিনি শনিবার কাতার এয়ারলাইন্সের একটি বিমানে কাতারের উদ্যেশে বাংলাদেশ ত্যাগ করেন।