নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তোফায়েল সামি-জগলুল পাশা-জসিম আহমদ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। গত ৩০ জানুয়ারি ঢাকাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শীতের আবহে একদিকে ভোটের উত্তেজনা, অন্যদিকে অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে পুলকিত করে রাখে। পরে শাহ আবদুল করিম-রাধারমণের জন্ম-মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে রাধারমণের গান ও শাহ আবদুল করিমকে নিয়ে মঞ্চ নাটক ‘মহাজনের নাও’ প্রদর্শিত হয়। সব মিলিয়ে উৎসবের আমেজে সিলেটবাসীর মিলনমোহনায় পরিণত হয় পুরো এলাকা। নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সি এম তোফায়েল সামি ও সৈয়দ জগলুল পাশা। এ প্যানেলের ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন জালাল আহমদ (সহসভাপতি-হবিগঞ্জ), বেগম শাহানা কবির (সহসভাপতি-মহিলা), অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ (কোষাধ্যক্ষ), এম এ কাদির (দপ্তর সম্পাদক), রোকেয়া খাতুন রুবি (মহিলাবিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট আবদুস শহীদ (সদস্য-সিলেট) ও আবদুর রউফ (সদস্য-মৌলভীবাজার)। অ্যাসোসিয়েশনে নির্বাচিত হয়েছেন-আবদুল কাইয়ূম চৌধুরী (সহসভাপতি-সিলেট); এমআই চৌধুরী (সহসভাপতি-সুনামগঞ্জ); নাসির উদ্দিন আহমেদ মিঠু (সহসভাপতি-জালালালবাদ); আবদুল মজিদ চৌধুরী (সহসভাপতি-মৌলভীবাজার); ড. জিয়াউল ইসলাম মুন্না (যুগ্ম সম্পাদক-১), ফাহিমা খানম চৌধুরী মনি (যুগ্ম সম্পাদক-২); মোস্তফা সেলিম (শিক্ষা সাহিত্য ও প্রচার সম্পাদক); আ ফ ম সিরাজুল ইসলাম (ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক); শাকুর মজিদ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক); ডা. সৈয়দ ওমর খৈয়াম ও ডা. মোশতাক হোসেন চৌধুরী (সদস্য-সুনামগঞ্জ); ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (সদস্য-হবিগঞ্জ); ইনাম মেহেদী চৌধুরী এনাম, সিএম কয়েস সামি, মফিজুর রহমান চৌধুরী নবাব, এম কামাল উদ্দিন আহমদ, ডা. সাব্বির আহমদ মুবনি, আবদুল মজিদ চৌধুরী মিন্টু, ক্যাপ্টেন মিজানুর রহমান, সৈয়দ বজলুল করিম বিপিএম (সদস্য-জালালাবাদ)। দিনব্যাপী বিপুল উত্তেজনাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পর বিকেল থেকে বৃহত্তর সিলেটের গর্বের ধন শাহ আবদুল করিম-রাধারমণ জন্ম-মৃত্যু শতবার্ষিকী উৎসবে রাধারমণের গান গেয়ে শোনান আশিক, মন্টি ও লাভলী। সন্ধ্যায় বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন-দর্শন নিয়ে শাকুর মজিদ রচিত ও নীলাঞ্জনা জুঁই নির্দেশিত মঞ্চনাটক মহাজনের নাও মঞ্চস্থ হয়। এ সময় বিপুলসংখ্যক দর্শকের পদভারে মুখর হয় অডিটোরিয়াম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সি এম তোফায়েল সামি : বিজয় ঘোষণার পরপরই পুনর্নির্বাচিত সভাপতি তোফায়েল সামি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের প্যানেলকে পুনরায় নির্বাচিত করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটবাসীর সহযোগিতা নিয়ে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জালালাবাদ অ্যাসোশিয়েশন মডেল হিসেবে দেশে-বিদেশে সব সময়ই দাঁড়িয়ে থাকবে।