স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত পরিষদের বরণ ও বিগত পরিষদের বিদায় অনুষ্ঠান ৩১ জানুয়ারী রোববার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। কর আদায়কারী ভানু পুরকায়স্থের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নব নির্বাচিত মেয়র সফি আলম ইউনুছ। শুভেচ্ছা বক্তব্য দেন সচিব স্বরনিন্দু রায় ও সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম। বিদায়ী কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য দেন শামীম আহমদ চৌধুরী। সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজিয়া সুলতানা হেপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর কায়ছার আরিফ, মনজুর আলম চৌধুরী খোকন, রাসেল আহমদ, হারুনুর রশিদ, ইকবাল আহমদ শামীম ও জয়নাল আবেদিন বাচ্চু। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ্যডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, কেন্দ্রীয় জাসদের কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার আতাউর রহমান আতা প্রমূখ।