নিউজ ডেস্কঃ আগামীকাল ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি সফল করতেই এই বৈঠক ডেকেছেন খালেদা। স্বাধীন মত প্রকাশের জন্য ‘বিশেষ বিবেচনায়’ আওয়ামী লীগ ও বিএনপিকে নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কনফারেন্স রুমে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অনুমতির কথা ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। তবে রাতে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সবাবেশে যোগ দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
