স্পোর্টস ডেস্কঃ বছরের শুরুতে বার্সেলোনার পথেই হাঁটলো আরেক স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এসপানিওলের বিপক্ষে বার্সার গোলশূন্য ড্রয়ের পর এবার রিয়ালকে জয় বঞ্চিত করলো ভ্যালেন্সিয়া। ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো রাফা বেনিতেজের শিষ্যদের। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামে করিম বেনজেমার গোলে রিয়াল প্রথমে লিড নিলেও শেষ রক্ষা করতে পারেনি বেল-রোনালদো-রদ্র্রিগেজরা। অবশ্য কালকের ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলেই রিয়াল মাদ্রিদ বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে আসতে পারতো। সেদিকে চোখও ছিলো সিআর সেভেনদের। ম্যাচের ১৬ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্টে রিয়ালকে লিড এনে দেন ফরাসি স্টাইকার করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড দানি পেরেজো। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে উভয়পক্ষই গোল করতে মরিয়া হয়ে উঠে। ৮২ মিনিটে টনি ক্রুসের ক্রসে দুর্দান্ত হেডে ভিজিটরদের ২-১ গোলের লিড এনে দেন গ্যারেথ বেল। কিন্তু পরের মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-ভ্যালেন্সিয়া।
