স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নরে গিয়াসনগরে ব্যাটমিন্টন প্লেয়ার এসোসিয়েশনের আয়োজনে টিভি এন্ড টিভি নক আউট ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিজয়াবাজার সংলগ্ন গিয়াসনগর খেলার মাঠে ১৬ টি টিমের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়। মো. ইমরান আহমদের সঞ্চালনায় এবং লংলা আধুনিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জয়চন্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, ব্যাটমিন্টন প্লেয়ার এসোসিয়েশনের সভাপতি জাকির আহমদ, ব্যবসায়ী রাসেদ আহমদ, প্রবাসী আফজালুর রহমান নান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী খয়ের আহমদ, হামদান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাসুদুল ইসলাম, আব্দুল লতিফ কলা, ইলিয়াছ আলী প্রমুখ।
