স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে চমক দেখিয়েছেন ৫ জন প্রার্থী। ২ জন প্রার্থী পৌরসভার প্রথম নির্বাচন থেকে অদ্যাবধি কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। টানা ৩ বার প্রার্থী হয়ে ৩ বারই নির্বাচিত হয়েছেন ২ জন কাউন্সিলর। অপরদিকে সংরক্ষিত আসনে টানা ৩ বার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন ১ জন। জানা যায়, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ শামীম ১৯৯৯ সালের পৌরসভার প্রথম নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর পদে বিজয়ী হন। এর পর থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত টানা ৪ বার তারা নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর যুবদলের সভাপতি কায়ছার আরিফ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর আলম চৌধুরী খোকন পৌরসভার দ্বিতীয় নির্বাচন (২০০৪ সাল থেকে) টানা ৩বার প্রার্থী হয়ে ৩ বারই নির্বাচিত হয়ে হ্যাট্টিক করেন। সংরক্ষিত ১নং আসনে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মুকিত মিকির স্ত্রী রাবেয়া বেগম ২০০৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে বিজয়ী হন। তিনি পরবর্তী ২ নির্বাচনেও বিজয়ী হয়ে হ্যাট্টিক করেন। এছাড়া কাউন্সিলর পদে টানা ২ বার নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডে তানভীর আহমদ শাওন (১ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, জাসদ), ৫নং ওয়ার্ডে সামছুল ইসলাম সমছু (বিএনপি), ৬ নং ওয়ার্ডে ২০০৪ ও ২০১৫ সালের নির্বাচনে জয়ী হন রাসেল আহমদ চৌধুরী (বিএনপি)। এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে চমক দেখান ১নং ওয়ার্ডে লোকমান আলী (আওয়ামী লীগ), ৭ নং ওয়ার্ডে হারুনুর রশীদ (বিএনপি)। সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডে (২০০৪ ও ২০১৫ সালের নির্বাচনে) ২ বার আনোয়ারা বেগম (বিএনপি) ও ৩নং ওয়ার্ডে প্রথমবারের মতো দিলারা বেগম (বিএনপি) বিজয়ী হয়ে চমক দেখান। উল্লেখ্য, ১৯৯৬ সালে কুলাউড়া পৌরসভা গঠিত হয় এবং ১৯৯৯ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
