নিউজ ডেস্কঃ সুইস ব্যাংকে আসলেই দাবিকৃত বিপুল পরিমাণ অর্থ আছে কি না তা যাচাই করতে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে ওরফে প্রিন্স মুসাকে পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ মুসা বিন শমসের বরাবর প্রেরণ করা হয় বলে দুদক সূত্রে জানা যায়। নোটিশে ১৩ জানুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে মুসা বিন শমসেরকে নির্দেশ দেয়া হয়।
