স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ১২ জানুয়ারি মঙ্গলবার এই সংবর্ধণা প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা টচয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলীি, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ প্রমুখ। এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিদায়ী ইউএনওকে সংবর্ধণা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কর্মধা ইউনিয়নের প্রধান শিক্ষক আব্দুল মালিক প্রমুখ।