স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা জাসদের সম্মেলন আগামী ১৬ জানুয়ারী। স্থানীয় জনমিলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন হবে। পরে র্যালী, আলোচনা সভা ও বিকেল ৩টায় কাউন্সিল সম্পন্ন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সংসদ ও স্থায়ী কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান। উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংসদের কৃষিবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য আবদুল হক এবং মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল।