খুলনায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

খুলনায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
খুলনায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল (ফাইল ছবি)
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে মঙ্গলবার বিকালে ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৫ জানুয়ারি শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের মধ্যকার চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এর আগে ঢাকা থেকে বিমানযোগে যশোর বিমানবন্দরে নামে সফরকারীরা। যশোর থেকে বাসযোগে মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা নগরীর হোটেল সিটি ইনে এসে পৌঁছে কোচসহ জিম্বাবুয়ে ক্রিকেট দলের ২০ সদসের স্কোয়াড। এদিকে অনুশীলনের জন্য গত ৮ জানুয়ারি থেকে খুলনায় অবস্থান নিয়েছে মাশরাফি বাহিনী। বর্তমানে হোটেল সিটি ইন এ অবস্থান করছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Post a Comment

Previous Post Next Post