মেসির বাঁ পা চাইলেন রোনালদো

মেসির বাঁ পা চাইলেন রোনালদো
স্পোর্টস ডেস্কঃ নিজেই খ্যাতির চূড়ায় অবস্থান করছেন। নামের পাশে যুক্ত করেছেন সিআর সেভেন। পুরস্কার প্রাপ্তির সংখ্যাটিও অনেক তারকাকেই ছাড়িয়ে গেছে। বিশ্ব ফুটবলে নিজেকে ইতোমধ্যেই ইতিহাসের অন্যতম অংশ করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তথাপি ফুটবল শিল্পের কারিগর হিসেবে এখনো তৃষ্ণা ফুরোয়নি তার। এখনো যৌবনের উদ্যাম হাওয়া পালে লাগিয়ে ছুটতে চান অপ্রতিরোধ্য বেগে। আর তাই অনেকটা ঠাট্টা করেই নিজের অভাবের জায়গাটি সনাক্ত করলেন রোনালদো। নিজেকে আরো উচ্চতায় পৌঁছুতে লিওলেন মেসির বাঁ পা চেয়ে বসলেন সিআর সেভেন। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে মেসি-নেইমার-রোনালদো সাংবাদিকদের মুখোমুখি আলাপকালে এমন ইচ্ছে পোষণ করেন রিয়াল তারকা। গত কয়েক বছরের মতো এবারও মেসির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে ছিলেন নেইমার। সেখানেই এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “মেসির বাঁ পা সত্যিই দারুণ, আমি এটা পেতে চাই।” অবশ্য সাংবাদিকদের সামনে নেইমারের চাওয়াটা ছিলো আরো একধাপ বেশি। তিনি শুধু মেসির বাঁ পা নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি নন। রোনালদোর একটি পা’ও তার চাই। নেইমার বলেন, “আমি তাদের প্রত্যেকের একটি করে পা চাই।” প্রসঙ্গত, সমালোচকেরা লিওনেল মেসির দুর্বলতা খুঁজে ফেরে তার ডান পায়ে। তবে এক পায়েই যা কিছু অর্জন করেছেন তাতেই আজ তিনি বিশ্বসেরা। এ নিয়ে টানা ৫ বার জিতেছেন ফিফা বর্ষসেরার (ব্যালন ডি অ’র) পুরস্কার।

Post a Comment

Previous Post Next Post