কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরণ
কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরণ
চৌধুরী রুম্মানঃ "সময়ের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধির পথে আপনাদের নিয়ে আমরা" এই শ্লোগানকে সামনে রেখে সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে অদ্য ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১ টায় কুলাউড়ার ১০ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সোস্যাল কেয়ার অব নেশনের সাবেক সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জশীমুর রহমান, সুদর্শন রাম মালাকার, মোছাঃ হোসনে আরা, জাহানারা আক্তার, মোঃ সামছুল ইসলাম, মোঃ জাফর সাদেক ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের। এছাড়াও সোস্যাল কেয়ার অব নেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সাধারণ সম্পাদক খায়রুল কবির জাফর, প্রচার সম্পাদক রাফে আবু রাযিন, মোহাইমিনুল ইসলাম মাহিন, আবু রোম্মান চৌঃ, আসিকুল ইসলাম বাবু, সৈয়দ আজিজুল ইসলাম, সায়েম আহমদ, আব্দুল মুনিম সাজেদ ও শফিকুল ইসলাম আরিফ।
কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরণ

যেসব ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয় তারা হলো, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির সৌরভ মল্লিক, ৯ম শ্রেণির সীমান্ত দেব, ৮ম শ্রেণির সাজ্জাদুর রহমান সাজু, ৮ম শ্রেণির কুলসুমা আক্তার, ৭ম শ্রেণির মাসুদুল আলম মাসুদ, ৭ম শ্রেণির অপি রানী চন্দ্র, ৭ম শ্রেণির জান্নাত ইয়াসমিন পিংকি, ৬ষ্ঠ শ্রেণির শাষণ দাস, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এনি দেব, ঘাগটিয়া মোহাম্মদী একাডেমির ৫ম শ্রেণির ছাত্র রুহিন আহমদ।
কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরণ

Kulaura - কুলাউড়া

Kulaura - কুলাউড়া

Kulaura - কুলাউড়া

Kulaura - কুলাউড়া

Post a Comment

Previous Post Next Post