স্পোর্টস ডেস্কঃ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৬ এর মূল ভেন্যু হিসাবে মনোনীত সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের লক্ষ্যে আইসিসি’র নিরাপত্তা বিশ্লেষক নথান কের। মঙ্গলবার সকালে সকালে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, ডিজিএফআই-সিলেট এর উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রহমতউল্লাহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মাজেদ আহমদ প্রমুখ।
