স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ১৪নং এলাকার (কুলাউড়া-জুড়ী একাংশ) নির্বাচন বেশ জমে উঠেছে। পরিচালক পদে দু’জন প্রার্থী ব্যাপক প্রচার চালাচ্ছেন মাঠে। তারা হলেন হাজীপুরের বাসিন্দা কুলাউড়ার মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান কবির (ছাতা প্রতিক) ও তরুন সমাজ সেবক হারুন উর-রশিদ (বাল্ব প্রতিক)। দু’প্রার্থীর পক্ষেই মাঠে কাজ করছেন প্রভাবশালীরা। নির্বাচনে কুলাউড়ার ১৩টি ও জুড়ীর ৪টি ইউনিয়ন গোয়ালবাড়ী, ফুলতলা, সাগরনাল ও জায়ফরনগর সর্বমোট ৮,৭৪৮জন গ্রাহক ভোটাধিকার প্রয়োগ করবেন। কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
