বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মারা গেছেন
অনলাইন ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক ইয়াসতারো কোইদে আর নেই। জাপানের নাগোয়া শহরে ১১২ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। কোইদে ১৯০৩ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের আগস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পান তিনি। তিনি বলেছিলেন, আমার দীর্ঘ দিন বেঁচে থাকার মূল রহস্য হল ধূমপান ও মদ্যপান না করা এবং ‘আনন্দের সাথে বসবাস করা’। কর্মকর্তারা জানান, মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তবে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে কে তাকে স্বীকৃতি দিয়েছে সেটা পরিষ্কার নয়। এর আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের মিসাও ওকাওয়া। গত বছর ১১৭ বয়সে তিনি মারা যাওয়ার পর ১১৬ বছর বয়সী মার্কিন নারী সুজানা মুশাত জোন্সকে সবয়েচে বয়স্ক লোকের খেতাপ দেয়া হয়। প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবয়েচে বয়স্ক লোক ছিলেন ফ্রান্সের জেন কালমেন্ট। ১৯৯৭ সালের আগস্টে মারা যাবার আগে তার বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন জীবিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post