সিলেটে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সিলেটে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
নিউজ ডেস্কঃ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সিলেটের ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান মারা গেছেন। সিলেট নগরীর নয়াসড়কস্থ বেসরকারি হাসপাতাল মাউন্ড অ্যাডোরায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিব সম্প্রতি শামীমাবাদ গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে যোগ দিয়েছিলেন। এর জেরে মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটির ফটকের সামনে কাজী হাবিবের উপর হামলা করে ছাত্রলীগ শামীমাবাদ গ্রুপের কর্মীরা। এতে তার শরীরের বিভিন্ন স্থান থেতলে যায়। নিহত ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কাজী সিদ্দিকুর রহমানের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post