স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। একে একে পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত সাতক্ষীরার এই বালক। এর পর থেকেই বিস্ময়জাগানিয়া হয়ে ওঠেন তিনি। মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পর বিভিন্ন দেশে অনুষ্ঠেয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্টগুলোতে যে তার ডাক পড়বে, জোরেশোরেই তা অনুমান করা যাচ্ছিলো। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে দলভুক্ত হয়েছেন পাকিস্তান সুপার লিগে। যদিও পিএসএলে অংশগ্রহণে মুস্তাফিজকে বাধা দিয়েছে বিসিবি। এবার নিলামের জন্য ভারতীয় ক্রিকেট লিগেও (আইপিএল) কাটার স্পেশালিস্ট এই পেসারের নাম ঘোষণা হয়েছে। শুধু মুস্তাফিজ নয়, ২০১৫ মৌসুমে সাফল্যের ধারাবাহিকতায় আইপিএলে মুস্তাফিজ ছাড়াও নিলামে রাখা হয়েছে আরও তিন বাংলাদেশি ক্রিকেটারকে। তারা হলেন, হার্ড হিটার অপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। আগামী ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আগামী আইপিএল আসরের নিলাম ঘোষণা হবে। আসর শুরু হবে ৮ এপ্রিল থেকে। আইপিএলের নবম আসরে নতুন দল হিসেবে অংশ নেয়া পুলে ও রাজকোটে এই চার বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, বরাবরের মতোই এবারও শুরু থেকেই কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার পথ ধরেই হাঁটতে চলেছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে দল পেলেও খেলা হয়নি তামিমের। পাশাপাশি সৌম্য ও তাসকিনের জন্য এবারই হতে পারে আইপিএলের প্রথম অভিজ্ঞতা।