কুলাউড়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত

কুলাউড়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলন উপজেলার জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সম্মেলন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। কুলাউড়া উপজেলা জাসদের সহ-সভাপতি শফিক মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল মুনিম রুহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় সংসদের কৃষি সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, মুক্তিযোদ্ধা মনোয়ার আলী মনু, আশিকুর রহমান ফটিক, আব্দুল হাই মন্টু, রফিকুল ইসলাম টিপু, আশিষ কুমার ধর, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম শাহান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল। আলোচনা সভার আগে এক বিশাল র‌্যালি কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post