স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব ক্যুইবেক কানাডা এর উদ্যোগে হতদরিদ্র ৫ শতাধিক পুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সম্মুখে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কানাডা আওয়ামী লীগের সভাপতি জি.এম মাহমুদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, নব নির্বাচিত মেয়র মো. ফজলুর রহমান, জেলা যুবলীগের সহ সভাপতি আকতারুজ্জামান প্রমুখ।