মৌলভীবাজারে শুরু হয়েছে শাহ মোস্তফা (রঃ)-এর উরস

 মৌলভীবাজারে শুরু হয়েছে শাহ মোস্তফা (র.)-এর উরস
স্টাফ রিপোর্টারঃ তিনশ’ ষাট আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র.) এর ৬৭৫তম উরস মোবারক আজ। এ উপলক্ষে গতকাল বাদ আছর মিলাদ মাহফিল, গরু জবেহ্‌ ও বাদ এশাহ্‌ জিকির আছকার অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে। আজ শনিবার সকালে মাজারে গিলাফ চড়ানো, বাদ আছর মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ এবং বাদ এশাহ্‌ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, দরগাহের মোতাওয়াল্লী ও উরস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ ও যুগ্ম আহ্বায়ক ও প্রচার ও প্রকাশনা আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রতিবছরই উরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই তিনদিন পূর্ব থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে। উরসের সময় চলা মেলাকে কেন্দ্র করে শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। উরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত মুরিদান, ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।

Post a Comment

Previous Post Next Post