বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের তাগিদ

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের তাগিদ
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিমানবন্দরসমূহ, বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছে। এ লক্ষ্যে অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রের এন্টি টেররিজম ব্যুরো-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে বিমানবন্দর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এর আগে যুক্তরাজ্যও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। গত অক্টোবরে মিশরের শারম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়া যাওয়ার পথে সিনাই উপত্যকায় রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উদ্বেগ এবং সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বিস্তারিত জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সক্ষম হবেন।

Post a Comment

Previous Post Next Post