বিশ্ব ইজতেমায় ১ বিদেশি সহ ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় ১ বিদেশি সহ ৩ মুসল্লির মৃত্যু
নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মালয়েশিয়ার এক নাগরিকসহ তিন জন মুসল্লির মৃত্যু হয়েছে। মালয়েশিয়ান নাগরিকের নাম শাহিদান ইব্রাহিম (৪৮)। অপর দু’জন হচ্ছে জামালপুর সদর উপজেলার কাচারিপাড়া এলাকার আবুল কাশেম (৬৫) এবং বগুড়ার গাবতলী উপজেলার মাঝবাড়ি আব্দুর রহমান (৬০)। এর আগে ইজতেমার প্রথম ধাপে ইন্দোনেশিয়ার নাগরিকসহ মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছিল। এনিয়ে এবার ইজতেমায় এ পর্যন্ত ১১ জন মুসল্লির মৃত্যু হলো। পুলিশ জানায়, শুক্রবার সকালে ইজতেমা ময়দানে মালয়েশিয়ান নাগরিক শাহিদান ইব্রাহিম অসুস্থবোধ করলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ আরো জানায়, বাদ মাগরিব ইজতেমা ময়দানেই মালয়েশিয়ার নাগরিক শাহিদান ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ নিজ দেশে পাঠানোর জন্য মালয়শিয়ান দূতাবাসে পাঠানো হবে।

Post a Comment

Previous Post Next Post