নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ন্যাশনাল অপারেশন কমান্ডার আবদুল্লাহ ওরফে নোমান এবং গাবতলী ও আশুলিয়াতে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় জড়িত জেএমবি সদস্য কামাল ওরফে হিরণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজের পাশে থাকা নতুন রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যেতে থাকা জেএমবি সদস্যরা পুলিশের উপরে গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পরে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা দুই জন জেএমবি সদস্য গুলিবিদ্ধ হয়। অপর মোটরসাইকেলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, একটি শুটারগান এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয় এবং পুরো অভিযানের অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তিন জন জেএমবি সদস্যকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।