কুলাউড়ায় জহুর আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কুলাউড়ায় জহুর আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
আমিন জাহানঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও যুব সংস্থা কর্তৃক আয়োজিত জহুর আলী স্মৃতি কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ১৩ জানুয়ারী বুধবার এম. ছালিক আহমেদ নিলয়ের পৃষ্ঠপোষকতায় জহুর আলী স্মরণে কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। চাতলগাঁও যুব সংঘের সভাপতি হাসানুল হক হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম আর রাসেল এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক, সাবেক ছাত্রনেতা এম. ছালিক আহমেদ নিলয়, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সামছুল ইসলাম, চাতলগাঁও যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি আল মামুন জয় তারেক। এসময় উপস্থিত ছিলেন চাতলগাঁও যুব সংঘের সদস্য মোঃ মোবারক মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ ছালাম মিয়া, শাকিল মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ রূফ মিয়া, মোঃ মিনার আলী, শকু মিয়া, আব্দুছ ছালাম, মোঃ শাহানাজ, রুবেল আহমেদ, ওয়াহিদ হোসেন প্রমুখ। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় কিশোর স্টার একাদশ ২-১ গোলে আকুল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়

Post a Comment

Previous Post Next Post