খ ক জাফরঃ কুলাউড়ায় এসএসসি ৯৩ ব্যাচের পূনর্মিলনী ‘১৬ বৃহস্পতিবার ১৪ জানুয়ারি সিআরপি গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়। ৯৩ ব্যাচের আহবাব হোসেন খান বাপ্পি ও শহিদুল ইসলাম তনয়ের সমন্বয়ে পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের আজিজুল ইসলাম, সামছুর রহমান সমছু, মো. জাকির হোসেন তাফাদার, আবুল বাশার মুহাম্মদ রুহুল্লাহ, মো. লুৎফুল জায়েদ, মো. হেলাল আহমেদ, পান্না চন্দ্র নাথ, দিপক চন্দ্র ধর, সুফিয়ান আহমেদ, কামরুজ্জামান কমরু, বিধান ধর, আলতাফ হোসেন, ইউছুফ, দুলন ধর, প্রশান্ত দেবনাথ, মো. সেলিম আহমদ, মো. কলিম, খালেদ মনসুর, সঞ্জয় কুমার শীল, রাসেল আহমদ চৌধুরী, জুয়েল আহমদ, সদর উদ্দিন শামীম, মো. হারুনুর রশীদ, মো. জাকির হোসেন, বাপ্পি রায়, সৈয়দ আবুল কালাম, ইশতিয়াক উদ্দিন আহমদ, মো. ফখর উদ্দিন, সিরাজুল হোসেন তোতা, আব্দুল বাছিত, কায়ছাল ইসলাম চৌধুরী, ইশতিয়াক হোসেন, মো. আতিকুর রহমান, পাভেল ইসলাম প্রমুখ। নানা রকম খেলাধুলা আর আনন্দ আড্ডায় কাটে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুদের পূনর্মিলনী। র্যাফেল ড্র আর পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের।