স্টাফ রিপোর্টারঃ রেলওয়ের নাশকতা মামলায় কুলাউড়া পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক সুরমান আহমদ ও পৌর ছাত্রদল নেতা মনসুর আহমদ আবেদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ১১ জানুয়ারী সোমবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে তারা নাশকতা মামলার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারির শুরুতে কুলাউড়া রেলষ্টেশন পার্শ্ববর্তী উছলাপাড়া ব্রীজে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনায় তারাসহ বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে রেলওয়ে পুলিশ।