‘বোলারদের ওপর নির্ভর করেই জয় ছিনিয়ে আনবো’ - সাকিব

‘বোলারদের ওপর নির্ভর করেই জয় ছিনিয়ে আনবো’ - সাকিব
স্পোর্টস ডেস্কঃ গত বছরের জয়ের ধারাবাহিকতা ২০১৬ সালেও ধরে রাখতে চাই। বোলারদের ওপর নির্ভর করেই জয় ছিনিয়ে আনবো’ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান দেশসেরা এই ক্রিকেটার। খুলনায় বাংলাদেশ দলের আগে-ভাগে অনুশীলন করা প্রসঙ্গে সাকিব বলেন, ‘ভালো অনুশীলনের মাধ্যমে ওভারকাম করার সুযোগ রয়েছে। সুযোগ কাজে লাগাতে খুলনার মাঠে কঠোর অনুশীলন করছে টাইগার বাহিনী। আর জয়ের ব্যাপারে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ভালো করতে চাই।’ বুধবার টিম প্ল্যান, টিম ওয়ার্ক করা হবে বলেও জানান সাকিব।

Post a Comment

Previous Post Next Post