মিসবাহ উদ্দদিনঃ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করনে দুই দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ইসলামী সমাজকল্যাণ পরিষদ ইসলামগঞ্জবাজারের আয়োজনে গৌড়করন মাদ্রাসা সংলগ্ন মাঠে ৯ ও ১০ জানুয়ারি (শনি ও রোববার) দুপুর ২টা থেকে রাত ১২ এ পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিন উক্ত মাহফিলে কোরআন ছুন্নার আলোকে তাফসীর পরিবেশন করেন, হযরত মাওলানা শায়েখ আব্দুল হক এবং হযরত মাওলানা আবু তায়্যিাব সৎপুরি। ২য় দিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত মহিলা সমাবেশে তাফসীর পরিবেশন করেন, হযরত মাওলানা মাহবুবুর রহমান। বিকাল থেকে তাফসীর পরিবেশন করেন, হযরত মাওলানা বজলুল হক, জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসারা প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান এবং সর্বশেষ তাফসীর পরিবেশন করেন, বাংলাদেশ মুফাচ্ছিরে কোরআনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও দেশবরোণ্য ওলামায়ে কেরামগন উক্ত মাহফিলে তাফসীর পরিবেশন করেন।