নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগরে শায়িত ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত শাহ্ মাতাই শাহ্ (রঃ) এর বাৎসরিক ওরুস মাহফিল আগামী ২০ জানুয়ারি রোজ বুধবার। বাদ ফজর হইতে কুরআন খতম, তাছবিহ খতম, দোয়া-দুরুধ ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি অতিবাহিত করা হবে। রাতে ভক্তবৃন্দ আশেকানদের নিয়ে জিকির আছকার শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরুসের সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেন ওরুস পরিচালনা কমিটি। # বিজ্ঞপ্তি