নিউজ ডেস্কঃ সারাদেশে বড়মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে কেঁপে উঠেছে রাজধানীসহ পুরো বাংলাদেশ। আতংকে মানুষজন ঘর থেকে বের হয়ে এসেছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮ । মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিলো ভারতের মনিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে। রাজধানীতে আতঙ্কিত হয়ে একজনের মৃত্যু হয়েছে আর আহত হয়ে ৪০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। সিলেটে উসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ৩৫ জন।
