বিসিএস পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ

বিসিএস পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ
নিউজ ডেস্কঃ ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ার পর এবার বিসিএস পরীক্ষায় ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএসের পরীক্ষার হলে প্রার্থীদের সময় জানতে দেয়াল ঘড়ি রাখা হবে। এতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বিসিএস পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধ না মেনে এসব নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকলে তার প্রার্থীতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। পিএসসির কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় সব পরীক্ষার হলেই পিএসসি প্রয়োজনী সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করবে। আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে।

Post a Comment

Previous Post Next Post