নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দীতে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই সমাবেশ করার অনুমতি পাচ্ছে না। ওই দিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও সোহরাওয়ার্দীতে সমাবেশ ঘোষণা করায় ওই স্থানসহ রাজধানীর কোথাও বিএনপি সমাবেশ করার সুযোগ পাচ্ছে না বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। অপরদিকে কাউন্টার প্রোগ্রাম হওয়ায় সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগকেও সমাবেশ করার অনুমতি দিবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে দলীয় কার্যালয় সমাবেশ করার সুযোগ পেতে পারে দলগুলো। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি সাংঘর্ষিক হলে কোনো দলকেই সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির নিউজ পোর্টালের দুই বছর পূর্তি উপলক্ষে রবিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের কাছে দুই দলই আবেদন করেছে। এ বিষয়ে তারা (আওয়ামী লীগ ও বিএনপি) যদি কথা বলতে চায়, আমরা বলবো। তবে সাংঘর্ষিক কোনো কর্মসূচি দেখলে, আমরা কাউকেই সমাবেশ করতে দেব না।’ ডিএমপির কমিশনার বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডিসি রমনার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তার কাছ থেকে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
