![]() |
সিলেটের ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা শুরু |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শেরপুরে আজ বুধবার শুরু হচ্ছে ৩দিন ব্যাপি মাছের মেলা। অনেকের মতে দেশের বৃহত্তম মৎস্য প্রদর্শনী। মেলাটি শেষ হবে ১৫ জানুয়ারী শুক্রবার। সদর উপজেলার শেরপুর এলাকায় প্রতিবছর জানুয়ারীর মাঝামাঝি এ মেলা আয়োজন করা হয়। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মৎস্য প্রেমীরা মেলায় ভীড় জমান। প্রায় ২ শত বছর থেকে চলে আসা এ মেলায় সুরমা, কুশিয়ারা, মনু, হাকালুকি আর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হতো বিশাল বিশাল আকারের রুই, কাতলা, পাবদা, বোয়াল, গজার, বাঘ, আইড়সহ বিভিন্ন ধরনের ছোট বড় মাছ। গত কয়েক বছর থেকে মেলার ব্যাপ্তি আর প্রচার বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকেও এখন আসছে বড় বড় মাছের চালান। মূলত মাছের মেলা হলেও বসে অন্যান্য ফার্নিচার, খেলনা, গৃহস্থালী সামগ্রীসহ নানা জাতের খাদ্যসামগ্রীর দোকানও। শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলায় পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শন ও চড়কী খেলার ব্যাবস্থা থাকে প্রতিবছর। এবার ও তা থাকবে বলে ইজারা প্রাপ্তরা জানিয়েছেন। তারা আরও জানান ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যবসায়ীরা তাদের পসরা সাজাতে শুরু করেছেন। মেলায় প্রতি বছর জুয়া আর অসামাজিক কর্মকান্ড ও চলে বলে জানালেন এলাকার কয়েকজন সচেতন মুরব্বি। তারা এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের জানি প্রতি আহ্বান য়েছেন। শেরপুরের মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ উৎসব নির্বিঘ করতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।