বঙ্গবন্ধু গোল্ডকাপঃ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে নেপাল

বঙ্গবন্ধু গোল্ডকাপঃ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে নেপাল
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে এ-গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে নেপাল। বুধবার বিকাল ৩টায় দিনের প্রথম ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও নেপাল। প্রথমার্ধে ৪ মিনিটেই গোল করে নেপালকে লিড এনে দেন ২৫ নম্বর জার্সিধারী বিমল। শেষ পর্যন্ত বিমলের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। ম্যাচের পুরো সময় জুড়ে নেপালের আধিপত্য থাকলেও আক্রমণ-পাল্টাআক্রমণে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে দুদল। কিন্তু শেষ পর্যন্ত বিমল ভিন্ন আর কোনো খেলোয়াড় সফলতা না পেলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় পর্বে উঠে আসে নেপালের যুবারা। এর আগে যশোর পর্বের খেলায় মালেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো নেপাল। আর বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরেছিলো শ্রীলঙ্কা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-২ গোলে এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মামুনুলরা।

Post a Comment

Previous Post Next Post