বিশেষ প্রতিনিধি: কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বার্ষিক ম্যাগাজিন হৃদয়ে কুলাউড়া ২০১৬ প্রকাশনা অনুষ্ঠান লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারে গত ১০ জানুয়ারী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আতিকুর রহমান জুনেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি শামীম আজাদ | অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ রোমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ম্যাগাজিন প্রকাশনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট রেনু লুৎফা, সাপ্তাহিক বাংলা পোস্ট এর প্রধান সম্পাদক কে এম আবু তাহের, সলিসিটর ও ব্যারিষ্টার আবু তাহের, কেটার্রস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মুনিম, নারীনেত্রী ও সমাজসেবক সৈয়দা নাজনিন সুলতানা শিখা, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সাবেক সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, সহ- সভাপতি মুজিবুর রহমান সজিব, ইমতিয়াজ আহমদ রানা, আকমল হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কার্যকরী কমিটির সদস্য আব্দুস শহীদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান রবিন, কয়েছ আহমেদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, মুহিতুর রহমান রাজু, সেলিম আহমদ, সাইফুল ইসলাম খান, ম্যাগাজিন প্রকাশনা কমিটির অন্যতম সদস্য অলিউর রহমান চৌধুরী ফাহিম, শফিকুর রহমান মামুন, আব্দুল মোমিত মোক্তার, আতিকুর রহমান আতিক, নবাব আলী আহসান খান নিপ্পন, শামীমা বেগম, আলীম উদ্দিন আলী, জামাল আহমদ রুবেল, আব্দুল আহাদ সাজিদুল ইসলাম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ম্যাগাজিন হৃদয়ে কুলাউড়ার ভূয়শী প্রশংসা করে বলেন, ম্যাগাজিনের গুণগত মান অনেক উন্নত। এই ম্যাগাজিনের মাধ্যেমে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রম ফুটে ওঠেছে যা দেখে পরবর্তী প্রজন্ম সামাজিক কার্যক্রমে উৎসাহিত হবেন। সভার দ্বিতীয় পর্বে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০১৬/২০১৭ সনের কমিটি গঠনের লক্ষে সর্বসম্মতিক্রমে শরীফুজ্জামান চৌধুরী তপন, জাহাঙ্গীর আলম শাহাজাহান ও আব্দুর রহমানকে দিয়ে তিন সদস্যে বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। সভায় কমিটির সদস্যরা সভাপতি আতিকুর রহমান জুনেল ও সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী সহ বর্তমান কমিটির সকলের বিগত দিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান। অনুষ্টানে কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আব্দুল জব্বারের মৃত্যুতে গভীল শোক প্রকাশ ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম শাহীনের মাতার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয়।