বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত আজ
নিউজ ডেস্কঃ দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে এবারের ৫১তম বিশ্ব ইজতেমা। আজ  রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। আখেরি মোনাজাতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকরা ধারণা করছেন। অনেকেই গত দু’দিন ইজতেমায় অংশ না নিলেও আজ রবিবার বহু আকাঙ্ক্ষিত আখেরি মোনাজাতে শরিক হয়ে মহান আল্লাহতালার নৈকট্য লাভের ব্যাকুলতায় শত শত ধর্মপ্রাণ মানুষ ছুটে যাচ্ছেন টঙ্গীর তুরাগ তীরে। এদের অনেকেই প্রথম পর্বের মোনাজাতে অংশ নিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post