ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিটা সফলভাবেই সম্পন্ন করলো বাংলাদেশের যুবারা। প্রথম দুই ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর এবার সিরিজের শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ। বাংলাদেশে ব্যাটসম্যান সাইফ হাসানের সেঞ্চুরি ও সঞ্জিত সাহার ৫ উইকেটে শিকারের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ১৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো মেহেদি হাসান মিরাজদের বাংলাদেশ। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ৫ ও অপরাজিত ৩৯ রান করলেও শনিবার ১০৭ রানে অপরাজিত থাকেন সিরিজ সেরা সাইফ। ৮৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এর পর শফিউল হায়াতের সঙ্গে সাইফের ৮৭ রানের জুটি চাপ সামলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। রান আউট হওয়ার আগে ৬৯ বলে ৯টি চারের সাহায্যে ৬১ রান করেন শফিউল। শফিউল ও সাইফ ছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী ২৪ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে গিডরন পোপ, ক্রিস্টান কালিচরন ও ওডিয়ান স্মিথ ২টি করে উইকেট নেন। ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮২ রানের উদ্বোধনী জুটি গড়ে সফরকারীদের দারুণ সূচনা এনে দেন দুই অপেনার টেভিন ইমলাচ (৩৮) ও গিড্রন পোপে (৫৭)। সঞ্জিব সাহার বলে বোল্ট হওয়ার আগে ৪২ রান করেন ক্যাসি কার্টি। পোপে-কার্টি আউট হওয়ার পর কোনো ব্যাটসম্যানই আর উল্লেখযোগ্য রান করতে না পারায় ১ বল বাকি থাকতেই ২১৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা সঞ্জিতের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি সফরকারীরা। উল্লেখ্য, প্রথম ম্যাচে ৮ উইকেট জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পিনাক ঘোষের সেঞ্চুরিতে ক্যারিবীয়দের বিপক্ষে ১৭১ রানের বিশাল জয় পায় বাংলাদেশি যুবারা।

Post a Comment

Previous Post Next Post