শ্রীমঙ্গলের মাছের মেলায় আড়াই লাখ টাকার বাঘ মাছ!

শ্রীমঙ্গলের মাছের মেলায় আড়াই লাখ টাকার বাঘ মাছ!
নিউজ ডেস্কঃ পৌষ সংক্রান্তীকে সামনে রেখে শ্রীমঙ্গলের মাছের মেলায় উঠেছে সবচেয়ে বড় আড়াই মন ওজনের বাঘ মাছ। বাঘ মাছটির দাম হাঁকা হচ্ছে আড়াই লক্ষ টাকা। আর এ মাছটি কুশিয়ারা নদীর এক জেলের কাছ থেকে সংগ্রহ করেছেন শ্রীমঙ্গল লালবাগের মৎস্য ব্যবসায়ী সমর মিয়া। সমর মিয়া জানান, মাছটি বাজারে আনার পর থেকে ক্রেতার চেয়ে উৎসুক জনতার ভীড়ই হচ্ছে বেশি। উপযুক্ত দামের ক্রেতা না পেলে পড়ে কিছুটা কমেও বিক্রি করতে পারেন। মেলায় অপর মাছ ব্যবসায়ী মফিজ মিয়া জানান, মেলায় তিনি এনেছেল ৩৫ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের চিতল, ১৯ কেজি ওজনের কাতল। এর মধ্যে ৩৫ কেজি ওজনের বোয়ালের দাম চাচ্ছেন ৭৫ হাজার টাকা। চিতলের দাম চাচেছন ৪০ হাজার টাকা। প্রায় সম পরিমান দামে ইতিমধ্যে বেশ কিছু মাছ বিক্রিও করেছেন বলে তিনি জানান। মেলায় বাঘ মাছ ছাড়াও ২০ কেজির উপরে উঠেছে রুই, কাতল, চিতল, বোয়াল ও আইড় মাছ। এ ছাড়াও মেলায় উঠেছে অরো প্রায় অর্ধশত প্রজাতির তাজা মাছ। আর শুধু মাছ কেনা নয় দেখার জন্য বহু উৎসুক জনতা আগমন ঘটেছে মেলায়। বড় বড় মাছ দেখাতে অনেকে শিশু কিশোরদেরও নিয়ে গেছেন মেলায়। মেলায় আগত আওয়ামীলীগ নেতা মো. ইউছুফ আলী ও শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় জানান, বিশাল বাঘ মাছ উঠেছে শুনে মেলায় এসেছেন এবং এর আগে এতো বড় মাছ শ্রীমঙ্গলের মেলায় উঠেছে বলে তারা শুনেননি। মেলায় আগত দর্শনার্থীরা জানান, দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় মেলার আয়োজন করলে মাছের সঠিক প্রজনন ও বিলুপ্ত প্রজাতি সংরক্ষন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই মেলার জন্য প্রতিযোগীতা মূলকভাবে বৃহত আকৃতির মাছ উৎপাদন করবে মৎস্য চাষিরা। তবে সংশ্লিষ্ট বিভাগ মেলায় বৃহত মাছ আমাদানী কারক ও উৎপাদনকারীর জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা প্রয়োজন বলে জানান দর্শনার্থীরা।

Post a Comment

Previous Post Next Post