তারেক হাসান: মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ০৩ডিসেম্বর বৃহস্পতিবার মেয়র পদে ৪জন ও কাউন্সিলর পদে(পুরুষ) ৪০জন ও মহিলা ১জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯জন প্রার্থী মিলিয়ে ৫০জন প্রার্থী মনোনয়নপত্র জেলা রিটার্ণিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ এর কাছে জমা দিয়েছেন। কুলাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের লক্ষে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন বর্তমান মেয়র ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামাল আহমদ জুনেদ, নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩বারের সাবেক চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, লাঙ্গন প্রতিকের প্রার্থী পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মুহিবুর রহমান লাল ও সতন্ত্র প্রার্থী সফি আলম ইউনুস (মহালদার)।
