কুলাউড়ায় হঠাৎ বৃষ্টি; বিড়ম্বনায় জনসাধারন

কুলাউরায় হঠাৎ বৃষ্টি; বিড়ম্বনায় জনসাধারন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়াতে হঠাৎ বৃষ্টিতে জনসাধারনকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। বৃহঃষ্পতিবার সন্ধ্যার পর হতে রিপোর্টটি লেখা পর্যন্ত  থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে কোথাও কোথাও হঠাৎ বৃষ্টিতে নগরবাসীকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।  এর প্রভাবে শীত বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্যালেন্ডারের পাতায় এখনও হেমন্তের বিদায় ঘণ্টা বাজলেও খাতা কলমে শীত শুরু হতে অপেক্ষা করতে হবে আরও বেশ ক'দিন। তবে আজ দিনভরই ঢাকার আকাশ ছিলো মেঘে ঢাকা। তাছাড়া ঘন কুয়াশাও ছিলো চোখে পড়ার মতো। যদিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এ দিনের তাপমাত্রা ছিলো ২১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশিই। এ বছর শীত ও শৈত্যপ্রবাহের প্রকোপ খুব বেশি হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Post a Comment

Previous Post Next Post