পৌর নির্বাচন: মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিলেন ৫১ জন

পৌর নির্বাচন: মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিলেন ৫১ জন
নিউজ ডেস্কঃ আসন্ন পৌর-নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে ৬ ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগ একক মনোনীত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, বিএনপি’র একক প্রার্থী ওলিউর রহমান এবং সৈয়দ মুজাদ্দিদ আলী, সৈয়দ সুজাত আলী, মোস্তফা কামাল ও সেন দেব নিত্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি, জাপা ও জামায়াতসহ মোট ৪৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জাম দিয়েছেন। আ’লীগের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা ছাত্রলীগের সেক্রেটারী সাইফুর রহমান রনি প্রমুখ। এদিকে বিএনপির প্রার্থী ওলিউর রহমানের মনোনয়নপত্র জামা দেওয়ার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলামসহ জেলা, সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post