বিনোদন ডেস্কঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে গান করলেন জনপ্রিয় শিল্পী হৃদয় খান ও পড়শী। বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র জুটি হিসেবে চলচ্চিত্রের গানে কাজ করলেন তারা। গানটির শিরোনাম ‘যেতে যেতে একলা পথে’। এর সংগীত আয়োজন করেছেন হৃদয় আর গানটি গেয়েছেন পড়শী। ছবিটি পরিচালনা করছেন তপন আহমেদ। চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। এর আগে ‘সুইটহার্ট’ ছবিতে হৃদয় ও পড়শী প্রথম একসঙ্গে কাজ করেন। ‘একমুঠো প্রেম যদি দাও’ শিরোনামের সেই গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান।
