নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান। মঙ্গলবার প্রথমে দলীয় মনোনীত প্রার্থী শফি আলম ইউনুছের নাম প্রকাশ করে ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড’। বিভিন্ন গণমাধ্যমে ইউনুছের নামও প্রকাশিত হয়। দিনভর কুলাউড়ায় এনিয়ে চলে নানা নাটক। রাতে রিভিউ করে শফি আলম ইউনুছের পরিবর্তে একেএম শফি আহমদ সলমানকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়নপত্র দিয়েছেন। এদিকে দলীয় মনোনয়ন লাভের খবরে সলমান সমর্থকরা কুলাউড়া শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
