বিনোদন ডেস্কঃ কলকাতার জনপ্রিয় নায়ক সোহম আজ বুধবার ঢাকার আসার কথা থাকলেও আসা হয়নি তার। এবার রবিবারে আসার কথা জানিয়েছেন ছবির পরিচালক কামাল কিবরিয়া। তিনি জানান, ‘৪ ডিসেম্বর ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তি পাচ্ছে ঠিকই। তবে প্রচারের জন্য আজ সোহমের আসার কথা ছিলো সেটা মিস হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’একটু সময় নিয়ে রবিবার আসার কথা জানিয়েছেন তিনি। এসে দুদিন সময় দেবেন বাংলাদেশে। এসময় দর্শকদের সঙ্গে ছবি দেখার কথা রয়েছে তার। এছাড়াও বিভিন্ন হলে ঘুরে বেড়াবেন তিনি। সোহমের সঙ্গে থাকবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন কামাল কিবরিয়া ও রাজা চন্দ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ৭৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
