মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যুবলীগ সভাপতি ফজলুর রহমান

মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যুবলীগ সভাপতি ফজলুর রহমান
এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজার সদর পৌরসভায় জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দলীয় মনোনয়ন যুদ্ধে জয়ী হয়েছেন। জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য আশির দশকের তুখোড় ছাত্র নেতা ফজলুর রহমানকে মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দেয়া হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের সংসদীয় বোর্ড মঙ্গলবার(০১ডিসেম্বর)রাতে ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়। রাতে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে ফজলুর রহমানের মনোনয়ন পত্রে স্বাক্ষর করার পর তার হাতে পৌছে দেয়া হয়। মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রহী হয়ে ফজলুর রহমানসহ ৫জন পার্লামেন্টারী বোর্ডের কাছে জমা দেন। ২৯ নভেম্বর রোববার মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের যৌথ সভায় দীর্ঘ আলোচনার পর একক প্রার্থী নির্বাচনে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মেয়র পদে ৫জনের নাম সংবলিত প্রস্তাব পাঠানো হয়। আওয়ামীলীগের কেন্দ্রীয় পার্লামেন্টারী বোর্ডের কাছে। রোববারের বৈঠকে উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী নির্বাচন করা সম্ভব হয়নি মৌলভীবাজার পৌরসভায়। কারণ এই পৌরসভায় সর্ব শেষ পাঁচ জন প্রার্থী হওয়ার জন্য নিজেদের অবস্থান তুলে ধরেন। সে কারণে বেশির ভাগ মেয়র প্রার্থী দলে তাদের ত্যাগের পাল্লা ভারি বলে নিজেরা দাবি করেন। স্থানীয় আওয়ামীলীগ এ বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ডের কাছে প্রার্থী হতে ইচ্ছুকদের নামের তালিকা প্রেরণ করে। এই তালিকার মধ্যে ছিলেন জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ভাই সৈয়দ নওশের আলী খোকন ও সৈয়দ সলমান আলী এবং আবদুল মতিন। সবার নামের তালিকা কেন্দ্রে প্রেরণের খবরে মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয় বিরামহীন জল্পনা-কল্পনা এবং আলোচনা। এসব কিছুকে পিছনে ফেলে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে যান মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা ঠান্ডা মাথার রাজনীতিক ফজলুর রহমান।

Post a Comment

Previous Post Next Post