এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী পদে পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মুহিবুর রহমান লাল মাস্টারকে দলীয়ভাবে প্রতিদ্বন্দিতার সিদ্ধান্ত দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ ও সম্পাদক সৈয়দ নুরুল হক এর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্র পার্টি চেয়ারম্যান বরাবরে প্রেরন করা হয়েছে। এছাড়া প্রেরিত উক্ত পত্রে বড়লেখা পৌরসভার মেয়র পদে উপজেলা ও জেলা জাপার যুগ্ম-সম্পাদক মীর মুজিবুর রহমান ও কমলগঞ্জ পৌর সভার মেয়র পদে উপজেলা কমিটির সম্পাদক রফিকুল আলম এর নাম প্রেরন করা হয়েছে।
