সোনালী ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড

সোনালী ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড
নিউজ ডেস্কঃ আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক "সোনালী ব্যাংক" এবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইট হ্যাকারের দখলে ছিল কয়েক ঘণ্টা। মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের ওয়েবসাইট আক্রান্ত হয়। বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকার। কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা দেখা যায় ÔHacked By K1nGnCaÕ। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন ÔMuslim HackerÕ নামে।

Post a Comment

Previous Post Next Post