স্পোর্টস ডেস্কঃ বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিলো। মেসি-রোলানদোর পর কে হবেন বিশ্ব ফুটবলের ভবিষ্যত নায়ক। অবশ্য সেরকম কোনো ঝলকও কেউ ইতোমধ্যে দেখাতে পারেননি। কিন্তু কথায় আছে শুক্তির ভেতরেই তো মুক্তো লুকায়িত থাকে। সেই সুদূর সান্তোস থেকে ইউরোপের পথে পাড়ি দিয়েছিলেন কাতালান ক্লাব বার্সেলোনার আহ্বানে। তারপর থেকে ক্রমশই ভবিষ্যত ফুটবলের কর্ণধার রূপে নিজেকে উপস্থাপন করে যাচ্ছিলেন ব্রাজিলের সেই ক্ষুদে বালকটি। তিনি আর কেউ নন, স্বয়ং নেইমার। আজও বয়স তথা মাঠের ফুটবলে পুরোপুরি ভাবে পরিপূর্ণ নন তিনি, তবুও গুঞ্জন উঠেছে ভবিষ্যত ফুটবল সাম্রাজ্য নেইমারই জয় করবেন। কথা মোটেই মিথ্যা নয়। ১৯৯৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্যালন ডি অরের সেরা তিন জনের তালিকায় ৮ বারেই নিজেদের নাম লিখাতে পেরেছিলো ব্রাজিলিয়ান ফুটবলাররা। কিন্তু ২০০৮ সালের পর গত ৭ বছরে একজন ব্রাজিলিয়ানও ব্যালন ডি অরের শীর্ষ তালিকায় উঠে আসতে পারেননি। এবার সেই দুঃখ গোছালেন ব্রাজিলের ভবিষ্যত ইতিহাসের নায়ক নেইমার। সম্প্রতি ব্যালন ডি অর পুরস্কারের জন্য মেসি-রোনালদো পাশে প্রথমবারের মতো উঠে এসেছে নেইমারের নাম। এদিকে ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোনাল্ডো নিজেও বলেছেন- আগামী বছরের ব্যালন ডি অর নেইমারের হাতে উঠতে পারে। বিষয়টির সাথে যোগ করে আরো একধাপ এগিয়ে বার্সা সতীর্থ দানি আলভেজ বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন- ব্রাজিল সহ গোটা বিশ্ব ফুটবলের ভবিষ্যত নায়ক নেইমার। সে যেভাবে চাইবে সেভাবেই নিজেকে নিয়ে যেতে পারবে। গত এক দশক ধরে যেখানে ফুটবল বিশ্বে প্রবল প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজত্ব করছেন মেসি-রোনালদো সেখানে নেইমার অনেকটাই নিষ্প্রভ ছিলেন। অবশ্য বয়সের দিক থেকেও নেইমার ওই দুই মহারথীর চেয়ে অনেক জুনিয়র। তবে চলতি মৌসুমের পারফরমেন্স বিবেচনায় বিশ্ব ফুটবল অন্তত এটুকু নিশ্চিত হতে পেরেছে যে মেসি-রোনালদো পর ফুটবলের রাজত্বে নেইমারই নায়ক হবেন। উল্লেখ্য, সম্প্রতি লা লিগায় মেসি-সুয়ারেজ-রদ্রিগেজ-ডি মারিয়াদের মতো তারকাদের পেছনে ফেলে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বার্সার ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। সূত্র: এএফপি
